মোট জাতীয় উৎপাদন Gross National Product (GNP)
GNP এর পূর্ণরূপ হল Gross National Product বা মোট জাতীয় উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল পণ্যের আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে।
GDP এবং GNP ব্যাপারটা আসলে একই। GNP তে শুধু দেশের বাহির থেকে আয়কে সংযুক্ত করা হয়। অর্থাৎ কোন পণ্য বা সেবার উৎপাদন দেশের ভেতরে বা বাহিরে যেখানেই হোক না কেন, দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত হলেই তা GNP- বলে গণ্য করা হয়।