৪% রুল এন্ড হাউ ইট ওয়ার্কস

443
article image

৪% রুল একটি রিটায়ারম্যন্ট গাইডলাইন যেটি একটি চাকরিজীবী কে তার ব্যংকে কত টাকা থাকা উচিত রিটারামেন্ট পিরিয়ড কে সুন্দর ভাবে কাজে লাগাতে হয় সেটি নিয়ে সাহায্য করে। স্ট্রাকচারটি সাইন্টিফিক্যালী সাকসেস্ফুল এন্ড ইজি টু ইমপ্লিমেন্ট ইফ অ্যাপ্লাইড কনসিয়াসলি। ৪ স্টেপ আর সিম্পল ক্যালকুলেশন একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে যেটি আপনাকে আপনার কাস্টমাইজড রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করে দিবে।

Key Points

  • ডাইভার্স পোর্টফলিও রাখবেন ফর ইনভেস্টমেন্ট
  • যত আগে থেকে পারবেন টাকা জমানো শুরু করেন
  • সাধারণত রিটায়ারমেন্ট এর পর খরচ কমে যায় আর তার জন্য চাকরিজীবনের স্যালারির ৮০% থাকলেই যথেষ্ট
  • ট্যাক্স, ইনফ্লেশন ইনক্লুড করুলে আরো কম্মপ্লিট স্ট্রাকচার তৈরি সম্ভব।

ভূমিকা

ব্যক্তিজীবনে ৬৫ বছর পর মোটামুটি সকলেই অবসরে যায়। অবসরে থাকা বাকি সময়টা সুন্দর ভাবে কাটানোর জন্য আপনার রিটায়ারমেন্টে যাওয়ার আগে সেভিংস কি পরিমাণে এবং কিভাবে জমা করেছেন এবং প্রতি বছর কত টাকা করে খরচ করবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। আমাদের অনেকেই এই বিষয়ে কোন গুছানো স্ট্রাকচার ফলো করে না। যার কারণে অধিকাংশ মানুষদের এটা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। বাইরের দেশে রিটারায়ারমেন্ট এর সময়টা গুছিয়ে রাখতেই একটা প্রিপ্ল্যানড স্ট্রাকচার ফলো করা হয় যেটি ৪% রুল নামে পরিচিত। ৪% রুল একটি প্রভেন স্ট্রাকচার যেটি আপনাকে গাইড করবে প্রতিবছর আপনার কত টুকু টাকা withdraw করা উচিত তার উপর

৪% রুল কিভাবে কাজ করে

প্রথমত, আপনি আসলে একটা এস্টিমেট বের করবেন আপনি রিটায়ারমেন্টের পর প্রতিমাসে কত টাকা খরচ করতে পারবেন। এটা আপনার কারেন্ট খরচ এর উপর নির্ভর করে আপনি বানান।

দ্বিতীয়ত, কোথায় টাকা কত টাকা করে জমা রাখছেন সেটা বের করেন। আপনি চাকরিতে থাকা অবস্থায় টাকা জমা করা স্টার্ট করেন। তাই আপনাকে আগে এটা ঠিক করতে হবে আপনি কোথায় টাকা জমা রাখবেন। চাকরি জীবন ৩০ বছর বা তার থেকে বেশি হয় তাই লং টার্ম এ ইনভেস্টমেন্ট এর জন্য স্টক বা বন্ড মার্কেট বা ইনভেস্টমেন্ট অপশন কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি আপনার সেগমেন্ট টা বের করবেন।

তৃতীয়ত, কত বছর ধরে জমা রাখবেন। এডভাইস হচ্ছে যত আগে থেকে শুরু করবেন তত ভালো। তাহলে প্রতিবছর কম টাকা ডিপোসিট করতে হবে। চেষ্টা করবেন ভালো জায়গায় ইনভেস্ট করতে যাতে করে কেওটা জায়গায় ক্ষতি হলেও বাকী জায়গা গুলো থেকে খরচ উঠে যায়।

চতুর্থ, আপনি কত বছর পর্যন্ত রিটায়ারমেন্ট পিরিয়ডে থাকবেন। আমাদের মানুষ এর গড় আয়ু হচ্ছে ৮০ বছর। আপনি ৬০ বছর বয়সে অবসর নিলেন। তাহলে আর (৮০-৬০) বা ২০ বছর আপনার রিটায়ারমেন্ট পিরিয়ড ।

পঞ্চম, এখন হচ্ছে ক্যালকুলেশন পিরিয়ড, আমরা আমাদের সুবিধার্তে কিছু নাম্বার ধরে আগাচ্ছি।

ক্যালকুলেশন

আমার স্যালারি হচ্ছে ৬০ হাজার টাকা। স্বাভাবিকভাবে আমি চাকরি জীবনে যত টাকা খরচ করি লাইফস্টাইল লিড করতে তার ৭৫% টাকা প্রতিমাসে আমি আমার হাতে রাখতে চায় রিটায়ারম্যান্ট প্ল্যানে খরচ করতে।

৬০,০০০* ৭৫% = ৪৫,০০০ টাকা

১ বছরে দাড়ায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা

অর্থাৎ প্রতিবছর রিটায়ারম্যান্ট এর পর আমার একটা ফিট লাইফস্টাইল ্মেনটেইন করতে ৫ লক্ষ ৪০ হাজার টাকা লাগবে।

এখন আমরা ৪% রুল টা ব্যবহার করি,

ধরি রিটায়ারম্যান্ট এর পর আমি আরও ৩০ বছর বাচবো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে থাকতে হবে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা * ২৫ যেটা দাঁড়াবে ১ কোটি ৩৫ লাখ টাকার মতো। আমরা ২৫ কেন নিলাম ৩০ এর জায়গায়? কারণ আপনি ব্যাংকে অথবা কোথাও ইনভেস্ট রাখবেন প্রতিমাসে তার উপর ডিভিড্যান্ড বা সুদ পাচ্ছেন। সেখানে টাকাটা বাড়বে আপনার প্রতিনিয়ত। তাই ২৫ বছরের সেভিংস টা ৩০ বছরের খরচ ট্যাকেল দিতে পারবে।

এখন প্রশ্ন হচ্ছে আপনি ফিউচারে ১ কোটি ৩৫ লাখ টাকা পেতে হলে এখন থেকে আপনি জমানো শুরু করবেন। তাহলে প্রতিবছর কত করে জমাবেন?

ধরেন আপনি যেখানে টাকা রাখছেন সেখান থেকে আপনাকে ৭% ইন্টারেস্ট দিবে আর আপনি ২০ বছর ধরে জমা রাখবেন টাকা।

তাহলে আপনার ১ কো্টি ৩৫ লাখ টাকার ইনকাম জমাতে এখন থেকে প্রতিমাসে জমা রাখতে হবে

PV= PMT* [1-(1+r)^-n]/r

১,৩৫,00,000 Tk = PMT × [(১ - (১ + 0.0৭/১২)^-(২0*১২)) / (0.0৭/১২)]

PMT = ১,৩৫,00,000 Tk / [(১ - (১ + 0.0৭/১২)^-(২0*১২)) / (0.0৭/১২)]

PMT ≈ ১৫.৫৫০ টাকা per month

অর্থাৎ আপনি প্রতিমাসে ১৫৫০০ টাকা জমা রাখা শুরু করলে পরবর্তী ২০ বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টে ১ কোটি ৩৫ লাখ টাকা হবে। এখন আপনি যদি আরো বেশি সময় নিয়ে জমান সেক্ষেত্রে আপনার প্রতিমাসে আরো কম টাকা করে জমা দিতে হবে।

হয়ে গেলো আপনার রিটায়ারমেন্ট প্ল্যান রেডি ৪% রুল ব্যবহার করে।

এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার। এটার আরো কমপ্লেক্স ভার্সন রয়েছে যার মধ্যে ইনফ্লেশন, ট্যাক্স সহ অনেক পসিবিলিটি কনসিডার করা হয়। সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।

উপসংহার

রিটায়ারমেন্ট এর পর সবথেকে শান্তির একটা সময় আসে চাকরিজীবীদের জন্য যেখানে তারা নিজেদের জীবনের শখ গুলো পূরণ এর জন্য চেষ্টা করে। তাই একটা স্ট্রাকচারড রিটায়ারমেন্ট প্ল্যান তাদের এই স্বপ্নগুলোকে সুন্দর করতে আর আর রিটায়ারমেন্ট পিরিয়ড এর সময়টাকে সুন্দর করে সাজাতে ৪% রুল টা একটা গেম চেঞ্জিং মুভ।

Next to read
Canvas & Methods
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)

ইম্প্যাথি ম্যাপিং মূলত একধরনের ট্যুলস। এটি গ্রাহকদের ভাবনা-চিন্তা, দৃষ্টিভঙ্গি, অনুভব, উপলব্ধি সহ নানাবিধ তথ্য, উপাত্ত এর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত একটি চার্ট। উল্লেখিত বিষয় সমূহ সম্পর্কিত তথ্য উপাত্তের খুব চমৎকার একটা ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন পাওয়া যায় এই ইম্প্যাথি ম্যাপিং এর মাধ্যমে। যা মূলত আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভালভাবে বুঝতে সহায়তা করে।

বিজনেস মডেল ক্যানভাস ( Business Model Canvas)
Canvas & Methods
বিজনেস মডেল ক্যানভাস ( Business Model Canvas)
শেয়ারিং ইকোনমি মডেল (Sharing Economy Model)
Business Models
শেয়ারিং ইকোনমি মডেল (Sharing Economy Model)
ডিজিটাল মার্কেটিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ
Marketing
ডিজিটাল মার্কেটিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ
সারোগেট মার্কেটিং (SURROGATE MARKETING)
Marketing
সারোগেট মার্কেটিং (SURROGATE MARKETING)
CSR বা Corporate Social Responsibility কী?
Business
CSR বা Corporate Social Responsibility কী?
অর্থনীতি কী?
Economics
অর্থনীতি কী?
সেলস কি এবং কিভাবে তা কাজ করে?
Sales
সেলস কি এবং কিভাবে তা কাজ করে?
বিক্রয়ের ১০টি ভুল যেগুলো প্রতিটি বিক্রয়কর্মীর এড়ানো উচিৎ
Sales
বিক্রয়ের ১০টি ভুল যেগুলো প্রতিটি বিক্রয়কর্মীর এড়ানো উচিৎ
সেলস এবং মার্কেটিং কিভাবে একসাথে কাজ করে
Sales
সেলস এবং মার্কেটিং কিভাবে একসাথে কাজ করে